নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার বর্ষাইল এলাকার খাড়াপাড়া গ্রামের মোস্তফার সাথে একই এলাকার আলিম উদ্দিনের সাথে ২০০৪ সাল থেকে জমিজমা নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। আলিম উদ্দিন এর ৮কাঠা জমি তাদের দাবি করে জোড়পূর্বক মোস্তফাসহ তাদের পরিবারের সদস্যরা বেগুন চাষ করে। আলিম উদ্দিন বয়োজোষ্ট এছাড়া বাড়িতে কোন উপযুক্ত সন্তান না থাকায় ঝামেলায় জড়াবেনা যার কারনে তাদের বাঁধা দেয় নাই। তাৎক্ষনিক আলিম উদ্দিন ৯৯৯ এ ফোন দিয়ে অভিযোগ জানান, অভিযোগ পেয়ে শরিফুল ইসলাম এস আই ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে থানায় ডাকেন। উভয় পক্ষের কাগজ যাচাই-বাছাই করে মৌখিক ভাবে পুলিশ কতৃপক্ষ বলেন যেহেতু ৫২ বছর ধরে আলিম উদ্দিন এই জমি ভোগ করছেন সেহেতু তিনিই ভোগ দখল করবেন এবং বেগুনের গাছ গুলো মোস্তফাকে উঠিয়ে নিয়ে যেতে বলেন কিন্তু তারা চারা গাছ উঠিয়ে না নিয়ে গিয়ে কোর্টে গিয়ে মামলা করে। মামলাটি গত ২৩ মার্চ ২০২১ইং তারিখে আদালত খারিজ করে দেয়। সেই ক্ষোভে মোস্তফা নিজেরাই গত বুধবার রাতে ঐ জমির রোপনকৃত বেগুনক্ষেত নষ্ট করে এবং আলিম উদ্দিনের নামে থানায় মিথ্যা বানোয়াট অভিযোগ দায়ের করে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় সাংবাদিক ইউনিয়ন এর এক সদস্য রুহুল আমিন নওগাঁ মুক্তির মোড় জেলা সাংবাদিক ইউনিয়নে জমির কাগজ নিয়ে আলিম উদ্দিন এবং মোস্তফাকে যাচাইয়ের জন্য ডাকে। এসময় রুহুল আমিন আলিম উদ্দিনকে আড়ালে নিয়ে গিয়ে অনৈতিক প্রস্তাব দেয়। প্রস্তাবে আলিম উদ্দিন রাজি না হওয়ায় উল্টো আলিম উদ্দিনকে মিথ্যা বানোয়াট নিউজ করার হুমকি ও ভয়-ভীতি প্রদান করেন সাংবাদিক রুহুল আমিন। বিষয়টি এসময় আলিম উদ্দিন তার মেয়ে জামাই রতন ও তাঁর আতœীয় স্বজনদের অবগত করলে তারা সাংবাদিক ইউনিয়ন অফিসে আসলে সাংবাদিক রুহুল আমিন তখন আলিম উদ্দিনের আতœীয়দের উপর উত্তেজিত স্বরে কথা বলেন। সঠিক তথ্য-উপাত্তর ভিত্তিতে আপনি সংবাদ করেন বলে আলিম উদ্দিন তার আতœীয়দের নিয়ে অফিস ত্যাগ করেন। অপরদিকে এলাকাবাসি জানান, কোন ঘটনা ঘটলে থানা পুলিশ আইন গত ব্যবস্থা নেয় কিন্তু এ ঘটনায় পুলিশ আসার আগেই জনৈক সাংবাদিক এসে ঘটনাটি মিমাংশা করে দিবেন বলে উভয় পক্ষকে নওগাঁ শহরের মুক্তির মোড়ে এক দোকান ঘরে নিয়ে বসে এক তরফা মিমাংশার চেষ্টা করতে থাকে। এ সংবাদ শুনে স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ ঘটনা স্থলে উপস্থিত হলে উক্ত সাংবাদিত শালিস বন্ধ করে দেয়। স্থানীয়রা ওই সাংবাদিককে বলেন, শালিস করার তার এখতিয়ার আছে কি- না এমন প্রশ্ন করলে তিনি বিষয়টি পাশকেটে গিয়ে ঘটনা স্থাল থেকে সটকে পড়ে এবং নিজেকে বাঁচানোর জন্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিকে এই ঘটনায় জড়িয়ে কয়েকটি অনলাইল পোর্টালে তথ্য ভিত্তিহীন বানোয়াট নিউজ করে প্রকৃত ঘটনাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। স্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে মানহানিকর নিউজ করায় তারা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ বিষয়ে আলিম উদ্দিন বলেন তার নামে যে সব অভিযোগ এনে সংবাদ প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এমন সংবাদ প্রকাশ করায় আমি বিব্রত হয়েছি এবং আমার চরমভাবে সন্মানহানি হয়েছে। উক্ত মিথ্যা বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে পরবর্তিতে মানহানির মামলা করবে বলেও তিনি জানান।