20 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় জেএমবি সদস্যের ৩বছরের সশ্রম কারাদন্ড

নওগাঁয় জেএমবি সদস্যের ৩বছরের সশ্রম কারাদন্ড

নওগাঁ জেলা প্রতিনিধি ঃ নওগাঁয় জেএমবি সদস্যের ৩বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নওগাঁ জেলার বিশেষ ট্রাইব্যুনাল আদালত হাতেম আলী নামের এক জেএমবি সদস্যের ৩বছরের সশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মেহেদী হাসান তালুকদার মামলার শুনানি শেষে এই রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা কর্মকর্তারা ২০১৬ সালে ১২জুন রাতে মান্দা থানার তালপাতিলা গ্রামের মৃত তানজেম আলীর ছেলে আসামী হাতেম আলীর বাড়ি ঘেরাও করে তার শয়ন ঘর থেকে উক্ত জেএমবি সদস্যের নিকট থেকে ৩শ গ্রাম করে ৯শ গ্রাম ওজনের ৩টি ককটেল উদ্ধার করেন। আসামী জনমনে আতংক ও নাশকতামূলক কর্মকান্ডের জন্য বিস্ফোরক দ্রব্য রাখায় একই তারিখে মান্দা থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারকালে রাষ্ট্রপক্ষ মোট ১১জন সাক্ষী উপস্থাপন করেন। সাক্ষ্য গ্রহণ শেষ মঙ্গলবার নওগাঁর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ও অতিরিক্ত দায়রা জজ মেহেদী হাসান প্রকাশ্য আদালতে এই রায়ং ঘোষনা করেন। পরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট সঞ্জিব কুমার সরকার ও আসামী পক্ষে এ্যাডভোকেট আবু জাহিদ মো: রফিকুল ইসলাম।

আরও পড়ুন...

নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …