নওগাঁ প্রতিনিধিঃ আওয়ামীলীগ দলে কোন হাইব্রিড, মোদখুর, গাঁজাখোর, মাস্তানদের দলে স্থানব নেই বলে মন্ত্রব্য করেছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি মঙ্গলবার দুপুরে বদলগাছী উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বাষিক সম্মেলনে প্রধান বক্তা হিসাবে একথাগুলো বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, সঠিক সিধান্ত ও সঠিত নেতৃত্ব নিয়ে আওয়ামীলীগকে ঐক্যবন্ধ থাকতে হবে। যারা ঐক্যবন্ধ থাকতে পারবে না তাদের দলে থাকার অধিকার নেই। এসময় মন্ত্রী বিএনপির উদ্দেশ্য বলেন, ফকরুল শুধু বলে বেড়ান প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ এত সহজ নয় শেখ হাসিনার একটি রক্ত বিন্দু বেঁচে থাকতে শেখ হাসিনা, আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হবে না, পথ হারারেব না। এসময় সম্মেলনের উদ্ধোধন করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি। বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আলহাজ¦ আবু জাফর মোঃ শফি মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস, এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, ছলিম উদ্দীন তরফদার, ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন ও আনোয়ার হোসেন হেলাল সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দারা বক্তব্য রাখেন।
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …