বগুড়া প্রতিনিধি ঃ বগুড়ার সান্তাহার জংশন স্টেশন এলাকায় রেলের জায়গায় অবৈধ স্থাপনা গড়ায় দুই জনের জেল, দখলদারদের জরিমানা ও প্রতিষ্ঠানগুলো সিলগালাসহ তিনশতাধীক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় রেলওয়ে পশ্চিমাঞ্চল পাকশির বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। তিনি অভিযান পরিচালনাকালে সান্তাহার জংশন এলাকার পান্নার মোড় নামকস্থানে রেলওয়ের জায়গা দখলকরে গড়ে তোলা অটোরিকশা গ্যারেজ মালিক শহিদুল ইসলামের ১৫ দিন ও রেলগেটের ব্যবসায়ী মিঠু হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সেইসাথে অবৈধভাবে দখলকরা রেলওয়ের ১১টি কোয়ার্টার ও জায়গা দখল করে নির্মাণ করা ১৩টি স্থাপনা সিলগালা এবং এসব দখলদারদের সাড়ে ৮৬হাজার টাকা জরিমানাও করেন। এছাড়া রেলগেট এলাকায় প্রায় ৩ শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হাবিবুর রহমান, সান্তাহার রেলওয়ের ফিল্ড কানুনগো মহসীন আলী, রাজিবুল, জিআরপি থানার ওসি মনজের আলী, নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নুর নবী,সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন। রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরুজ্জামান বলেন, অবৈধ স্থাপনা যেন পুনরায় তৈরি না হয় সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
Home / ক্রাইম নিউজ / উচ্ছেদ অভিযানে জেল-জরিমানা-সিলগালা বগুড়ার সান্তাহার রেলওয়ের অবৈধ দখলদারদের সাড়ে ৮৬হাজার টাকা জরিমানা, দুইজনের জেল
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …