নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে নয়ন প্রামানিক (১৮) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার কালীগ্রাম বড়িয়াপাড়ার উত্তরে মন্ডল পুকুর এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। কিশোর নয়ন প্রামানিক উপজেলার কালীগ্রাম বড়িয়াপাড়া গোয়ালপুকুর পাড়ের আনিছুর রহমানের ছেলে। নিহত নয়নের মা আয়েশা বিবি বলেন, বুধবার সকালে নয়ন খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর দুপুর আড়াইটা নাগাদ স্থানীয় লোকজন বড়িয়াপাড়ার উত্তরে মন্ডল পুকুরের পশ্চিম পাড়ের অদুরে ধানের জমিতে নয়নের মরদেহ পরে থাকতে দেখে। তবে নয়নের কিভাবে মৃত্যু হয়েছে তা বলতে পারেনি নিহত কিশোরের পরিবার। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার একেএম চিশতীসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে ও‘সি জানান।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …