নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সদর উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসাবে সদর আসনের সাংসদ ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন এসব নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। নওগাঁ সদর উপজেলার হাপাঁনিয়া ইউনিয়নের শালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকরামচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বোয়ালিয়া ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের বস্তবায়ন করছেন সদর এলজিইডি। এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুিহন রেজা, নওগাঁ সদর এলজিইডির সহকারী প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বকুল সহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।