18 Chaitro 1431 বঙ্গাব্দ বুধবার ২ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় ডিবির অভিযানে একটি শাটার গান ও ৭০ পিচ এ্যাম্পুলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁয় ডিবির অভিযানে একটি শাটার গান ও ৭০ পিচ এ্যাম্পুলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁয় ডিবির পুলিশের অভিযানে একটি ওয়ান শাটার গান ও ৭০ পিচ এ্যাম্পুলসহ নাসির আহম্মেদ স্বপন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার আনুমানিক রাত ১০টার দিকে নওগাঁ শহররে চকপ্রান এলাকায় থেকে তাকে আটক করা হয়। আটককৃত নাসির আহম্মেদ স্বপন শহররে চকপ্রান এলাকার মৃত:নরুল ইসলামের ছেলে বলে জানা গেছে। ডিবি ও‘সি কে এম শামসুদ্দিন জানান, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম স্যারের দিক নির্দেশনায় সঙ্গীয় ফোর্স নিয়ে শহররে চকপ্রান এলাকায় গোপন সংবাদের ভিতিত্বে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শাটার গান ও ৭০ পিচ এ্যাম্পুল উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন থেকে গোপনে মাদক ব্যবসা করে আসছিলো। এব্যাপারে তার বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …