21 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় আগুনে পুড়ে ৩টি দোকান ভস্মীভূত

নওগাঁয় আগুনে পুড়ে ৩টি দোকান ভস্মীভূত


নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় আগুনে পুড়ে ৩টি দোকান ভস্মীভূত হয়েছে। নওগাঁ সদরের হাপানিয়া এলাকায় লখাইজানী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে সম্পূর্নরূপে ভস্মীভ’ত হয়েছে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্প্রতিবার দিবাগত রাত আনুমানিক তিনটার সময় এ অগ্নিকান্ডে দেলোয়ার হোসেনর মালিকানাধীন রড় সিমেন্টের ৩টি দোকান ঘর সম্পূর্নরূপে পুড়ে যায়। বিদ্যুৎ এর সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। এতে অনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেলোয়ার হোসেন জানান। স্থানীয়সহ ক্ষতিগ্রস্থ দেলোয়ার হোসেন জানায়, গভীর রাতে আগুন দেখে ডাকচিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। তাৎক্ষনিবভাবে নওগাঁ ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নওগাঁ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, স্থানীয়দের মোবাইলে সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষতি হয় বলে তারা জানায়। ক্ষতিগ্রস্থ দেলোয়ার হোসেন জানান, আমি ব্যাংক থেকে ঝণ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটি দাড় করেছিলাম। এই অগ্নিকান্ডে আমার পথে বসার উপক্রম হয়েছে যদি ব্যাংক কর্তৃপক্ষ আবার আমাকে ঝন দেয় তাহলে আমি ব্যবসা প্রতিষ্ঠানটি চালু করতে পারবো। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি জিডি হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …