26 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশীকে আটক

নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশীকে আটক

ফাইল ছবি

নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে মোশারফ হোসেন (৪০) নামে এক বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। শুক্রবার ভোরে ভারতীয় ১৫৯ টেক্কাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ২৩২নং পিলারে ভারতের অভ্যন্তরে বেড়া রাস্তা নিকট থেকে তাকে ধরে নিয়ে যায়। আটক মোশারফ হোসেন উপজেলার কালাইবাড়ি ভুট্টাপাড়ার নুর আলীর ছেলে। ১৬-বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নওগাঁ লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারীর দল গরু নিয়ে আসার জন্য ভারতে যায়। সেখান থেকে ফেরার পথে টেক্কাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। বর্তমানে মোশারফ টেক্কাপাড়া ক্যাম্পে রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন- বিএসএফের আইনি প্রক্রিয়া চলমান আছে। তাকে ফিরিয়ে নিয়ে আনার জন্য আমাদের যা করণীয় সেটাও চলমান আছে।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …