নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর রাণীনগর উপজেলার চকাদিন কদমতলী ২৭ বছর ধরে জামে মসজিদ সুনামের সাথে পরিচালনা করছে আসছে একই কমিটি। দীর্ঘ দিন ধরে ওই কমিটি মসজিদের উন্নয়ন কাজ অব্যহত রেখেছে। ফলে মুসল্লিদের মধ্যে ওই কমিটির পক্ষে আস্থা ও বিশ্বাস সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে,উপজেলার চকাদীন কদমতলী গ্রামে প্রায় ৫০ বছর আগে জামে মসজিদ প্রতিষ্ঠা হয়। প্রথমে মসজিদটি ৫শতক খাস জমির উপর প্রতিষ্ঠা হয়। পরে এই কমিটি মসজিদের উন্নয়নের জন্য প্রথমে ১শতক ও পরে ৭শতক জমি ক্রয় করে পূনঃ নির্মাণ করেন মসজিদ। মসজিদের তেমন কোন আয়ের উৎস না থাকায় ব্যক্তিগত দানের উপর নির্ভর করে মসজিদটি পরিচালনা করা হয়। এছাড়া মসজিদের আয় ব্যয়ের হিসাব স্বচ্ছ ভাবে রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয়। একারনে এ কমিটির জবাদিহিতাও পরিস্কার ভাবে উপস্থপন করেন মসজিদ কমিটির সদস্যরা। মসজিদের উন্নয়ন চলা কালীন সময় কতিপয় গ্রামবাসি হিংসাত্মক ভাবে মসজিদের উন্নয়নে বাধা দিচ্ছেন বলে চলমান কমিটি দাবি করেন। অপর দিকে চলমান কমিটি মুসল্লিদের কমিটিতে আসার জন্য আহ্বান করলেও কেউ উৎসাহিত হয় না। এর মাঝে ব্যক্তি স্বার্থে মৃত বদিরউদ্দিন সাহার ছেলে রুঞ্জু সাহা কমিটিকে নিয়ে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে। তথ্য অনুসন্ধানে জানা যায়, ইতোপূর্বে উক্ত রুঞ্জু সাহা ওই মসজিদের অনুমানিক ১০/১২ হাজার টাকার নির্মাণ সামগ্রী আত্মসাত সহ অনুদান আদায়ের রশিদ বই নিয়ে আর ফেরত দেন নাই। গ্রামের ভিন্ন মতের কতিপয় মানুষ অন্যের দ্বারা প্রভাবিত হয়ে একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। বর্তমানে দু‘টি মসজিদই শান্তি ও শৃংখলার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। চলমান কমিটির সভাপতি আব্দুল গফুর সাহা ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই শেখ বলেন, আমরা প্রকাশ্য ভাবে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে মসজিদ পরিচালনা করছি। তারা আরও বলেন যদি কেউ কমিটিতে আসতে চায় তাহলে বিধি মোতাবেক আসলে আমাদের কোন আপত্তি নাই। এ বিষয়ে রুঞ্জু সাহার মোবাইল ফোনে একাধিক বার ফোনে চেস্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মসজিদের ইমাম ও কমিটির অন্যতম সদস্য ফরিদ উদ্দীন বলেন, আমি এই মসজিদ পরিচালনা কমিটিতে শুরু থেকেই রয়েছি। এছাড়া বিনা বেতনে প্রায় ১৯ বছর ধরে ইমামতি করছি। আমার জানা মতে এখানে কোন অনিয়ম নেই। এক শ্রেনীর ব্যক্তিরা মসজিদের উন্নয়নকে বাধাগ্রস্থ্য করতে নানান অভিযোগ তুলছেন। এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন বলেন, আমার জানা মতে মসজিদে কোন সমস্যা নেই। তবে মসজিদের কমিটি নতুন করে গঠন করতে হলে প্রয়োজনে সকলকে ডেকে সংখ্যা গরিষ্ট মতামত অথবা সরাসরি ভোটের মাধ্যমে কমিটি করা যেতে পারে বলে তিনি জানান।
Home / সারাদেশ / নওগাঁর রাণীনগর উপজেলার চকাদিন কদমতলীর জামে মসজিদ ২৭ বছর ধরে একই কমিটি সুনামের সাথে পরিচালনা করছে
আরও পড়ুন...
নওগাঁয় মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত
নওগাঁ প্রতিনিধিঃ মাইটিভির ব্যবস্থপনা পরিচালক ও চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান …