19 Bhadro 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর পোরশা আল জামিয়াতুল আরাবিয়া দারুল হেদায়া মাদ্রাসার পরিচালকের ইন্তেকাল

নওগাঁর পোরশা আল জামিয়াতুল আরাবিয়া দারুল হেদায়া মাদ্রাসার পরিচালকের ইন্তেকাল

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশা উপজেলার একাধীক ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি ও আল জামিয়াতুল আরাবিয়া দারুল হেদায়া মাদ্রাসার মহাপরিচালক আলহাজ্ব মাওলানা শরিফুদ্দিন শাহ্ চৌধুরী(গেনা হুজুর) (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী……রাজিউন)। মঙ্গলবার বিকালে রাজশাহী সিডিএম হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার জামাতা আলহাজ্ব শাহাজামাল শাহ্ চৌধুরী জানান, বেশ কিছুদিন থেকে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাজশাহী হতে তার লাশ নিয়ে গিয়ে বুধবার পোরশায় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে তিনি জানান। মৃতুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, নাতী-নাতনী সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃতুতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল্লাহ শাহ্, সম্পাদক ফারুক হোসেন মিঞা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন...

নওগাঁয় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত 

নওগাঁ প্রতিনিধি : “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বের পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এ প্রতিপাদ্যে …