নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, নীরবতা পালন এবং আলোচনা সভার মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। রাণীনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থাণ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম প্রমূখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন...
নওগাঁয় বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প
নওগাঁ প্রতিনিধি: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৩সেপ্টেম্বর …
nbn24.net সত্যের সন্ধানে আমরাই শির্ষে
