নওগাঁ প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুর ১২.০০ ঘটিকার সময় জেলা আওয়ীমীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় চার নেতাসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটা অনুষ্ঠিত হয়। পরে সরিষা হাটির মোড়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী ও আলোচনা সভায় সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বীর রহমান রেজভী, সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউলসহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় র্যালী ও আলোচনা সভায় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …