নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্পর্কিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলায় মোট ৫ লক্ষ ৩১ হাজার ৭১ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়ার লক্ষমাত্রা নিয়ে কর্মসূচী শুরু হয়েছে। এর মধ্যে ৯মাস থেকে ৫ বছর বয়সের শিশু ২ লক্ষ ৪৭ হাজার ৪শ ৮ জন এবং ৫ বছর থেকে ১০ বছর বয়সের শিশু সংখ্যা ২ লক্ষ ৮৩ হাজার ৬শ ৬৩ জন। সিভিল সার্জন ডাঃ এ বি এম আবু হানিফ আজ বেলা সাড়ে ১১টায় তাঁর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেছেন এই কর্মসূচী গ৩ ১২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং তা চলবে আগামী বছর ২৪ জানুয়ারী পর্যন্ত। এই কর্মসূচী সফল ভাবে বাস্তবায়নে জেলার ১১টি উপজেলা এবং ৩টি পৌরসভায় ২ হাজার ৪শ ৪০টি টিকাদান কেন্দ্রে ২৯৭ জন স্বস্থ্য সহকারী এবং ৭হাজার ৩শ ২০ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। এ সময় ডেপুটি সিভিলসার্জন ডাঃ মঞ্জুর মোর্শেদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …