নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁয় মঞ্জুরীকৃত ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য ভুমি অধিগ্রহণের ক্ষতিপুরনের চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার সকাল ১১টায় প্রকল্পস্থল শহরের বাইপাস সড়ক সংলগ্ন খলিসাকুড়ি মৌজায় উপস্থিত থেকে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ এই চেক বিতরন করেন। চেক বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলার সহকারী কমিশনার ভুমি মোঃ নাহারুল ইসলাম, জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড. খোদাদাদ খান পিটু, সদর উপজেলা ভুমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং অধিগ্রহণকৃত ভমির মালিকরা উপস্থিত ছিলেন। নওগাঁ ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য ঐ মৌজায় মোট ৮ একর ( ৮শ শতক ) ভুমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহনকৃত ভুমির মোট মুল্য ধার্য করা হয়েছে ৪২ কোটি ৯০ লক্ষ ৫ হাজার ৫শ ৪ টাকা ৯৯ পয়সা। এর মধ্যে এই অনুষ্ঠানে ১৮ জন ভুমির মালিকদের নিকট ১৮ কোটি ৬৯ লক্ষ ৯৭ হাজার ১শ ২ টাকার চেক বিতরন করা হয়। অবশিষ্ট ভুমি নিয়ে কিছু অভিযোগ থাকায় সেগুলোর ক্ষতিপুরনের চেক হস্তান্তর স্থগিত রয়েছে। অভিযোগগুলো নিষ্পত্তি হলে তা বিতরন করা হবে বলে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ জানিয়েছেন।
Home / সারাদেশ / নওগাঁয় মঞ্জুরীকৃত ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মানের ভুমি অধিগ্রহনের ক্ষতিপুরনের চেক হস্তান্তর
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …