16 Joishtho 1430 বঙ্গাব্দ মঙ্গলবার ৩০ মে ২০২৩
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সড়ক দূর্ঘটনা / নওগাঁয় সড়ক র্দূঘটনায় ১জন নিহত

নওগাঁয় সড়ক র্দূঘটনায় ১জন নিহত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় শহরে চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইদ্রিস (৫০) নামে এক ব্যক্তিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন। সোমবার ভোর ৫টায় নওগাঁ শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ইদ্রিস জেলার মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মৃত তছির উদ্দিন এর ছেলে। স্থানীয়রা জানান, দয়ালের মোড়ে দাঁড়িয়ে ইদ্রিস চা পান করছিলেন। এ সময় ওই ট্রাক ইদ্রিসকে ধাক্কা দিয়ে পাশের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে ইদ্রিস নিহত হয়। এদিকে ট্রাক ঢুকে পড়ায় একটি ঔষধের দোকান এবং ফলের দোকান ক্ষতিগ্রস্থ হয়। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে তবে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় নানা আয়োজনের মধ্যে দিয়ে যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালন করা হয়েছে। এ …