নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার গোনা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এই ভবনের উদ্বোধন করেন। গোনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা চয়েন উদ্দীন সরকারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সদ্য নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান, নওগাঁ সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম, নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সুজাউদ্দীন সরদার, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, গোনা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত খান হাসান। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্মিত একাডেমিক ভবন প্রায় ১ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মান করা হয়।
আরও পড়ুন...
নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …