21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর নিয়ামতপুর হাসপাতাল পরিদর্শন ও মেডিক্যাল যন্ত্রপাতি সরবরাহের উদ্বোধন

নওগাঁর নিয়ামতপুর হাসপাতাল পরিদর্শন ও মেডিক্যাল যন্ত্রপাতি সরবরাহের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মেডিক্যাল যন্ত্রপাতি সরবরাহের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। রবিবার সকাল ১১টায় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মেডিক্যাল যন্ত্রপাতি সরবরাহের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। পরিদর্শন ও উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিয়ে সভাপতির দায়িত্ব পালন করেন। সভায় খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে করোনা সংকট মোকাবেলা করে সব কিছু করতে হচ্ছে। আগামী জানুয়ারী মাসের মধ্যেই করোনা ভ্যাকসিন বাংলাদেশে এসে যাবে। কিভাবে সরবরাহ করা হবে তা নীতিগত সিদ্ধন্ত ইতিমধ্যে সরকার গ্রহন করেছে। তিনি আরো বলেন, উপজেলা পর্যায়ে যাতে খুব সহজে ভ্যাকসিন সরবরাহ করা যায় সরকার সে ব্যবস্থায় গ্রহন করছে। সভা পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনসহকমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …