নওগাঁ প্রতিনিধি ঃ শহীদ বুদ্ধিজীবী স্মরনে নওগাঁয় আলোর মিছিল করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’। সোমবার সন্ধ্যায় শহরের মুক্তির মোড় শহীদ স্মৃতিস্তম্ভে চত্বর থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সেখানে শহীদ স্মৃতিস্তম্ভে দেড় হাজার জলন্ত মোমবাতিগুলো রেখে শ্রদ্ধা জানানো হয়। এর আগে বিকেলে একই স্থানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এ্যাড. আব্দুল বারী। এ সময় সংগঠনটির উপদেষ্টা কবি আতাউল হক সিদ্দিকী, অবসর প্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম, কায়েস উদ্দিন, দ্বিন আলী, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, সাধারন সম্পাদক এ, এম রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রউফ পাভেল, সহ-সাধারন সম্পাদক মাকফুরুল হাসান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক বিষনো কুমার দেবনাথ শহীদ পরিবারের সদস্যসহ শহরের বিশিষ্ট ব্যাক্তিরা আলোচনায় অংশ নেয়। অনুষ্ঠানে নওগাঁর ৩০ জন বুদ্ধিজীবীর তালিকা তুলে ধরে দ্রুতই তাদের জাতীয় স্বিকৃতি দেয়ার দাবী জানান বক্তারা।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …