20 Bhadro 1432 বঙ্গাব্দ শুক্রবার ৫ সেপ্টেম্বর ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় জাতীর পিতার নির্মানাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধ

নওগাঁয় জাতীর পিতার নির্মানাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধ

এনবিএন ডেক্সঃ  বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি সাম্প্রদায়িক উগ্র মৌলবাদী গোষ্টি কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতীর পিতার নির্মানাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও মানববন্ধ করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। বুধবার দুপুরে শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তির মোড় শহীদ মিনার চত্ত্বরে মানববন্ধ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভ মিছিল ও মানববন্ধে নেতৃত্ব দেন সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অল রশিদ,সদর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম সামদানী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সহ প্রায় ৫০জন বীর মুক্তিযোদ্ধা। এসময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা কমিটির সভাপতি ইমরান চৌধুরী, সাধারন সম্পাদক মোতালেব হোসেন সহ প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা সন্তানরা উপস্থিত ছিলেন। বক্তারা স্বাধীনতার পরাজিত শক্তি সাম্প্রদায়িক উগ্র মৌলবাদী গোষ্টি কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতীর পিতার নির্মানাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

আরও পড়ুন...

নওগাঁয় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত 

নওগাঁ প্রতিনিধি : “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বের পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এ প্রতিপাদ্যে …