এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে উপজেলা পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে থানা চত্ত্বরে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম। উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল পদত্যাগ করায় উপজেলা পরিষদ শূণ্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। বুধবার উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে ব্যালট বক্স বিতরণ করা হয়েছে। তবে ব্যালট পেপার আগামীকাল ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা হবে। এই উপজেলায় ৫৬ কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপ-নির্বাচনে এ উপজেলায় ১ লাখ ৪৯ হাজার ৫৮৭ ভোটার রয়েছেন। উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, বিএনপি মোশারফ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিন প্রামানিক প্রতিদ্বিন্দ্বিতা করছেন।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …