এন বিএন ডেক্সঃ নওগাঁয় ৯৯৯ এর সেবা সহজীকরনের লক্ষ্যে নওগাঁয় একটি এ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাসের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে জেলা পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। এসময় নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, এ.কে.এম মামুন খান চিশতীসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় ডিআইজি বলেন, আমরা ৯৯৯ এর সেবা মানুষের কাছে জনপ্রিয় ও সহজলভ্য করতে চায়। যাতে মানুষকে হয়রানির শিকার হতে না হয়। মানুষ যেন ফোন করেই পুলিশি সার্ভিসটা খুব দ্রুত পেয়ে যায়। এই লক্ষ্যেই গাড়ী দুটির উদ্ধোধন করা হলো। এছাড়াও পর্যায়ক্রমে গাড়ির সংখ্যা আরও বৃদ্ধির কথাও তিনি জানান ।
আরও পড়ুন...
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
নওগাঁ প্রতিনিধিঃ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৭দিন ব্যাপী বৃক্ষ …