এন বিএন ডেক্সঃ দেশের স্বাধীনতার পরাজিত শক্তি সাম্প্রদায়িক উগ্র মৌলবাদী গোষ্টি কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতীর পিতার নির্মানাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ। রবিবার বিকেল ৩টায় শহরের জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল ও বিভাষ মজুমদার গোপাল, সহ প্রচার সম্পাদক আব্দুল লতিফ বকুল, তথ্য ও প্রকাশনা সম্পাদক মামুন, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহীন রেজা, জেলা আওয়ামীলীগ নেতা প্রদীপ কুমার সরকার, জেলা মহিলালীগের সভাপতি পারভীন আকতারসহ জেলা যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বক্তারা স্বাধীনতার পরাজিত শক্তি সাম্প্রদায়িক উগ্র মৌলবাদী গোষ্টি কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতীর পিতার নির্মানাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তারা।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …