20 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ৩ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / স্বাস্থ্য / নওগাঁয় করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু ঃ সর্বমোট মৃত্যু ২২ জনঃ নতুন আক্রান্ত ১০ জন ঃ সর্বমোট আক্রান্ত ১৩৭৪

নওগাঁয় করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু ঃ সর্বমোট মৃত্যু ২২ জনঃ নতুন আক্রান্ত ১০ জন ঃ সর্বমোট আক্রান্ত ১৩৭৪

এন বিএন ডেক্সঃ নওগাঁ জেলায় নতুন করে ১০ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আরও এক জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ১ ব্যক্তিকে এবং ছাড়পত্র পেয়েছেন ৪ জন। নওগাঁ’র সিভিল সার্জন এ বি এম আবু হানিফ জানিয়েছেন গত ২৪ ঘন্টায় নওগাঁ জেলায় নতুন করে ১০ ব্যক্তির শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মান্দা উপজেলায় ৩ জন, বদলগাছি উপজেলায় ২ জন এবং নওগাঁ সদর, আত্রাই, মহাদেবপুর, ধামইরহাট ও পোরশা উপজেলায় ১ জন করে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মোট সংখ্যা ১ হাজার ৩শ ৭৪ জন-এ দাঁড়ালো। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১ হাজার ২শ ৯৫ জন। মোট আইসোলেশনে নেয়া হয় ৩০ জন এবং এদের মধ্যে আইসোলেশন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৮ জনকে। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ২ জন। হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। জেলায় নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২২ জন-এ। এদিকে গত ২৪ ঘন্টায় মাত্র ১ ব্যক্তিকে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে। ঐ ব্যক্তি মান্দা উপজেলার। এ নিয়ে জেলায় সর্বমোট কোয়ারেনটাইনে নেয়া ব্যক্তি ১৬ হাজার ৬শ ৩৭ জন । এ সময় নতুন করে ছাড়পত্র দেয়া হয়েছে ৪ ব্যক্তিকে। সর্বমোট ছাড়পত্র দেয়া হয়েছে ১৬ হাজার ৩শ ৫১ জনকে। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ২৮৬ জন।

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এনবিএন ডেক্সঃ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে দিনব্যাপী ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত …