15 Magh 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ২৮ জানুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / খেলাধূলা / নওগাঁ জোনে জেএফএ অনুর্দ্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চ’ড়ান্ত খেলা অনুষ্ঠিত

নওগাঁ জোনে জেএফএ অনুর্দ্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চ’ড়ান্ত খেলা অনুষ্ঠিত

এনবিএন ডেক্সঃ  নওগাঁয় জাপান ফুটবল এ্যাসোসিয়েশন (জেএফএ) অনুর্দ্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের নওগাঁ জোনে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। তৃনমূল থেকে মেধাবী মেয়ে খেলোয়ারদের খুজে বের করে আনার লক্ষ্যেই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনা ও আয়োজনে গত বুধবার বিকেলে জেলা স্টেডিয়ামে এই চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। চ’ড়ান্ত খেলায় ট্রাইব্রেকারে গাইবান্ধা জেলা দল ৪-২ গোলে রাজশাহী জেলা দলকে হারিয়ে বিজয়ী হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রসাশক হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী তাহমিনা শারমিন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মাসুদুর রহমান রানা প্রমুখ। এই প্রথম নওগাঁ জেলা স্টেডিয়ামে নারী রেফারী দ্বারা পরিচালিত হয় মেয়েদের জাতীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট। নওগাঁ জোনে রাজশাহী ও রংপুর বিভাগের মোট ৭টি দল অংশগ্রহণ করে। গত ৮নভেম্বর এই চ্যাম্পিয়নশীপের খেলা শুরু হয়।

আরও পড়ুন...

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

এনবিএন ডেক্সঃ  নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। …