20 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর রাণীনগরে গ্রামীণফোন পরিবেশকের অফিসে চুরি-পুলিশের ভূমিকা রহস্য জনক

নওগাঁর রাণীনগরে গ্রামীণফোন পরিবেশকের অফিসে চুরি-পুলিশের ভূমিকা রহস্য জনক

 

 

এন বিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগর উপজেলায় গ্রামীণফোনের পরিবেশকের অফিস থেকে প্রায় ৪ লক্ষ টাকার ক্যাশকার্ড, মিনিট কার্ড, টাকার কার্ড ও ভয়েস কার্ড চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সদরের হাসপাতাল গেট এলাকায় অবস্থিত গ্রামীনফোন কোম্পানির পরিবেশকের অফিসে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চুরির মালামাল উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করতে পারেনি এখনও পুলিশ। দ্রুত চুরির মালামাল উদ্ধারসহ আসামি গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ঐ প্রতিষ্ঠানের পরিবেশক শ্রী গৌর সাহা।
গ্রামীনফোন কোম্পানির রাণীনগর উপজেলার পরিবেশক গৌর সাহা জানান, গত ৪ বছর ধরে রানীনগর উপজেলা হেল্থ কমপ্লেক্সের পূর্ব দিকে পশ্চিম বালুভরা এলাকায় জনৈক সিরাজ মহরীর নিচতালা বাসা ভাড়া নিয়ে সাহা ট্রেডার্স নামে অফিস করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে প্রতিদিনের ন্যায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা রাত আনুমানিক ১১টার দিকে অফিস বন্ধ করে সকলে বাড়িতে চলে যায়। পরের দিন ৩০শে অক্টোবর শুক্রবার সকাল ৯ টার দিকে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে গিয়ে দেখে অফিসের মেইনগেট ভিতর থেকে ছিটকানী লাগানো। পরে তারা অফিসের পিছনে জানালা দিয়ে দেখেন যে জানালার গ্রিল কাটার পর আরো ২টি ষ্টিলের দরজা কেটে দূর্বৃত্তরা ভিতরে প্রবেশ করেছে। অফিসের কর্মকর্তা কর্মচারীরা মেইনগেট খুলে ভেতরে প্রবেশ করে দেখেন অফিস ঘর এলোমেলো তারা নিশ্চিত হন যে অফিসে চুরি সংঘটিত হয়েছে। অফিসের পরিবেশক গৌর সাহাকে মোবাইল ফোনে সংবাদ দিলে তিনি ঘটনা স্থলে এসে অফিস ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন দূর্বৃত্তরা আলমারি ভেঙ্গে ভিতরে রাখা প্রায় ৪ লক্ষ টাকার ক্যাশকার্ড, মিনিট কার্ড, টাকার কার্ড ও ভয়েস কার্ড চুরি করে নিয়ে গেছে। তিনি আরো জানান, অফিসের মধ্যে মূল্যবান জিনিস থাকলেও দুর্বৃত্তরা তা নেয়নি। এ ঘটনায় থানায় সংবাদ দিলে পুলিশ এসে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্বৃত্তদের ফেলে রাখা লোহার শাপল উদ্ধর করে আলামত হিসাবে থানায় নিয়ে যায়। এ ঘটানায় থানায় অভিযোগ করা হলেও এখন পর্যন্ত চুরির মালামাল উদ্ধার কিংবা কোন আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বলেও অভিযোগ করেন তিনি। অবশেষে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে গতকাল সোমবার পরিবেশক গৌর সাহা বাদী হয়ে থানায় অজ্ঞাত নামা হিসাবে এজাহার করেছেন। তবে এখনও ও’সি মামলা গ্রহন করে নি। এ ব্যাপারে রাণীনগর থানার ও’সি মো: জহরুল হক বলেন, চুরির ঘটনাটি তদন্ত করে শীঘ্রয়ই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …