এন বিএন ডেক্সঃ মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে পত্নীতলায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভা কক্ষে রবিবার সকালে এক আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরনের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। এসময় শুভেচ্ছা বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা আলম আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাত), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা সহ অন্যান্য কর্মকর্তা, সূধীজন, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষন প্রাপ্ত যুব ও মহিলাগণ প্রমূখ। আলোচনা সভা শেষে যুব ঋনের চেক বিতরন করেন অতিথিবৃন্দ।
আরও পড়ুন...
নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …