এন বিএন ডেক্সঃ নওগাঁর মান্দা উপজেলায় ভারত সরকারের অর্থায়নে নির্মিত শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের তীর্থযাত্রী বিশ্রামালয় ভবন উদ্বোধন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। সোমবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার ঠাকুর মান্দা গ্রামে রঘুনাথ জিউ মন্দিরে ভারত সরকারের ৫৩ লাখ টাকা অর্থায়নে নির্মিত তীর্থযাত্রী বিশ্রামালয় ভবনের উদ্বোধন করেন। ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার রীভা গাঙ্গুলি বলেন, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এখন সোনালী অধ্যায় পার করছে। দুই দেশ মিলিতভাবে অনেক উন্নয়নমূলক কাজ প্রতিনিয়ত করে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে। আমাদের দুই দেশের মানুষের মনের অনেক মিল রয়েছে। ফলে আমরা একে অপরের সমন্বয়ে নানামুখী উন্নয়নমূলক কাজ করতে সফল হচ্ছি। মান্দা শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের সভাপতি চন্দন কুমার মৈত্রর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপিস্থতি ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি, নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর- রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন প্রমুখ।
আরও পড়ুন...
নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …