আবু বকর সিদ্দিকঃ নওগাঁয় অবসরজনিত কারনে দুই পুলিশ কনেস্টবলকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যলয়ে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদায় সংবর্ধনার শোভাবর্ধন করেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম। বিদায়ী অবসরজনিত দুই পুলিশ কনেস্টবল হলেন মোকছেদ আলী মাঝি। তিনি কনঃ ৩৯ বছর ২ মাস ৫ দিন সম্মানের সাথে চাকরি করেছেন বাংলাদেশ পুলিশে। অন্যদিকে কনঃ কামাল উদ্দিন বাংলাদেশ পুলিশে চাকরি করেছেন ৩৫ বছর ১ মাস ২৪ দিন। সুদীর্ঘ চাকরি জীবন শেষে তারা আজ সোমবার অবসর নিলেন। বাংলাদেশ পুলিশে তাদের অবদান অনস্বীকার্য। সেই অবদানকে সম্মানিত করার লক্ষ্যে নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম আয়োজন করেন বিশেষ বিদায়ী অনুষ্ঠান। পুলিশ সুপার ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেয়ার পাশাপাশি মিষ্টিমুখ করিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এছাড়াও পুলিশ সুপারের নির্দেশনায় সুসজ্জিত পুলিশ ডাবল কেবিনে করে তাদেরকে নিজ নিজ বাসস্থানে সম্মানের সহিত পৌঁছে দেয়ার প্রযয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। বিদায়ী অনুষ্ঠানের শেষ সময়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মোকছেদ আলী ও কামাল উদ্দিন। তারা আনন্দ অশ্রুর সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পুলিশ সুপারের প্রতি। পুলিশ সুপার বলেন, মোকছেদ আলী ও কামাল উদ্দিন কে সম্মানিত করার মাধ্যমে সম্মানিত হয়েছে নওগাঁ জেলা পুলিশ ও সর্বোপরি বাংলাদেশের পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ রকিবুল আক্তার, সহকারি পুলিশ সুপার (ডিএসবি) মোছাঃ সুরাইয়া খাতুন, ডিআইও-১ মোঃ মোবারক হোসেন প্রমূখ।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …