20 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় ধর্ষনের সুষ্ঠু তদন্ত ও ন্যায়-বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁয় ধর্ষনের সুষ্ঠু তদন্ত ও ন্যায়-বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


এন বিএন ডেস্কঃ  নওগাঁ জেলা প্রেস ক্লাবে শিল্পী সরকার কথা (২৫) নামের এক ভিকটিম ধর্ষক সিদ্ধার্থ কুমার সিধুর ধর্ষনের সুষ্ঠু তদন্ত ও ন্যায়-বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন। ভিকটিম নওগাঁ শহরের পার-নওগাঁ এলাকার মৃত সংকর সরকারের মেয়ে। শনিবার দুপুরে জেলার উকিলপাড়াস্থ জেলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভিকটিম শিল্পী সরকার তার লিখিত বক্তব্যে বলেন, নওগাঁ শহরের উকিলপাড়ার গৌর সরকারের ছেলে সিধুর (৩০) ফেইসবুকের মাধ্যমে পরিচয় হয় তার সঙ্গে। ভিকটিম বিবাহিত ও এক সন্তানের জননী হওয়া সর্ত্বেও সিধু তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর কম্পিউটারে ইন্টারনেটের কাজ শেখানো, বিয়ে করা সহ নানা প্রলোভন দিয়ে সিধু কথাকে জোরপূর্বক ধর্ষন করে। তারপর থেকে কথা সিধুকে বিয়ে করার কথা বললে সিধু ও তার পরিবারের সদস্যরা কথা ও কথার পরিবারকে নানা রকমের হুমকি-ধামকি দিয়ে আসছে। এরমধ্যে কথা বিষ খেয়ে আত্মহত্যা করার চেস্টা করলে সে বেঁচে যায়। এক পর্যায়ে কথা বাদি হয়ে আদালতে একটি ধর্ষন মামলা করলে সিধু প্রভাব খাটিয়ে ও অর্থের বিনিময়ে জামিন নিয়ে প্রকাশ্যে চলাফেরা করছে এবং প্রতিনিয়তই কথা ও তার পরিবারকে নানা রকমের হুমকি-ধামকি দিয়ে আসছে। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় জিডি করা হয়েছে। বর্তমানে কথা ও তার পরিবারের সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই কথা ধর্ষক সিধুর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ বিষয়ে ধর্ষক সিদ্ধার্থ কুমার সিধুর সঙ্গে মোবাইল ফোনে একাধিক বার চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। উক্ত সংবাদ সম্মেলনে জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিকসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …