26 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর রাণীনগরে লক্ষাধীক টাকার ঔষুধ বিতরণ করলেন ইসরাফিল আলম এমপি

নওগাঁর রাণীনগরে লক্ষাধীক টাকার ঔষুধ বিতরণ করলেন ইসরাফিল আলম এমপি

এন বিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগর এবং আত্রাই দুই উপজেলার মোট ৪৯ টি কমিউনিটি ক্লিনিকে প্রায় এক লক্ষ টাকার বিভিন্ন ঔষুধ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে রাণীনগর হাউজে নিজস্ব অর্থায়নে এসব ঔষুধ বিতরণ করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাংসদ মো: ইসরাফিল আলম এমপি । রাণীনগর এবং আত্রাই উপজেলার দরিদ্র জণগনের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিটি উপজেলায় এক হাজার ৬২০ পিস জিংক, এক হাজার ৬২০ পিস ক্যালসিয়াম, এক হাজার ৬২০ পিস ভিটামিন ই ট্যাবলেট, চার হাজার পিস প্যারাসিটামল ট্যাবলেট, সাড়ে ১২ হাজার পিস বিভিন্ন এন্টিহিস্টামিন ট্যাবলেট এবং একশ পিচ মাস্ক বিতরণ করা হয়। হত দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগনের হাতে এসব ওষুধ পৌছে দিতে রাণীনগর উপজেলার ২৩টি কমিউনিটি ক্লিনিকের পক্ষে সিএইচসিপি আক্তারুজ্জামান উজ্জল এবং আত্রাই উপজেলার ২৬টি কমিউনিটি ক্লিনিকের পক্ষে সিএইচসিপি আব্দুল কুদ্দুস এর হাতে এসব হস্তান্তর করা হয়।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …