নওগাঁ: বাংলাদেশ গ্লোবাল: নওগাঁয় ছাত্রদের মেস ভাড়া মওকুফ বিষয়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা প্রশাসনের সাথে শহরের অর্ধশতাধিক মেস মালিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জান শিউল এবং কয়েকজন মেস মালিক বক্তব্য রাখেন।
সভায় প্রত্যেক মেস মালিক তাদের মানবিক দৃষ্টিকোণ থেকে মাসের ভাড়া যাদের দেয়ার সামর্থ্য নেই, তাদের মেস ভাড়া মওকুফ করে দিবেন। আর যাদের সামর্থ্য আছে, তারা ভাড়া দিবেন – এই সিদ্ধান্তের সাথে সবাই একমত পোষণ করেন। এছাড়াও যাদের সামর্থ্য নেই, প্রয়োজন হলে তারা স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে ছাড়পত্র নিয়ে এনে মালিক বরাবর দিবেন।
সভায় মেস মালিকদের নেতৃত্বে এবং জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরসমন্বয়ে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তারা সাধারণ শিক্ষার্থী এবং মালিকদের পক্ষে সমন্বয় করে কথা বলবেন। পরে জেলা প্রশাসক বরাবর বিষয়গুলো উপস্থাপন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়।