নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর থেকে আসা করোনায় আক্রান্ত মোস্তাফিজুর রহমান (৩৫) নামে রোগীকে নওগাঁয় থেকে গ্রামের বাড়ি পাঠিয়েছে পুলিশ। আজ দুপূরে নওগাঁ শহরের লিটল ব্রিজে আটকের পর তার গ্রামের বাড়ি বিলপালশায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় নওগাঁ শহরে আতঙ্ক বিরাজ করছে। মোস্তাফিজুর রহমান ওই গ্রামের ফজলুল হকের ছেলে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক জানান, মোস্তাফিজুর কিছুদিন আগে ঢাকা থেকে আসান। ঢাকা থেকে আসার পর তিনি স্বাভাবিক ভাবে চলাফেরা করলেও করোনা সন্দেহে স্থানীয়রা স্বাস্থ্য বিভাগে জানান। স্বাস্থ্য বিভাগ তার সংগ্রহীত নমুনা সংগ্রহ করে রামেকে পাঠান। এমতাবস্তায় মঙ্গলবার রাতে গ্রামের বাড়িতে তার স্ত্রীর সন্তান জন্ম দেন। সন্তানের নিউমোনিয়ায় আক্রান্ত হলে নওগাঁর শহরের একটি বে-সরকারি ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে ভর্তি করান বুধবার সকালে। ৯টার দিকে করোনার প্রতিবেদন পাওয়ার পর পুলিশসহ প্রশাসনিক ভাবে তার আক্রান্তদের খোঁজখবর নেওয়া শুরু হয়। তারপর তার অবস্থানের বিষয়টি জানতে পেরে পুলিশসহ সংশ্লিষ্ট উধ্বর্তন বিভাগে জানানো হয় তিনি নওগাঁয় অবস্থান করছে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দি হোসেন জানান, সংবাদ পেয়ে তথ্য প্রযুক্তির সাহায্যে থানার ওসি (তদন্ত) ফয়সাল বিন আহসানের নেতৃত্বে দুপূরে শহরের লিটল ব্রিজে তাকে আটক করে পুলিশ। এরপর পিপিই পরিয়ে তাকে সরকারি এ্যাম্বুলেন্স যোগে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
নওগাঁ সিভিল সার্জন ডা: আ. ম. আখতারুজ্জামান আলাল জানান, মোস্তাফিজুরের তেমন কোন লক্ষণ নেই। করোনার প্রতিবেদন পাওয়ার পর দ্রুত নওগাঁ পুলিশকে জানানো হয়। বর্তমানের তাকে গ্রামের বাড়িতে হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং তার সংস্পর্ষে কতো জন এসেছেন তাদেরও তথ্য নেওয়ার কাজ চলছে।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …