22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় করোনো ভাইরাসে দুই নার্স ও এ্যাম্বুলেন্স ড্রাইভার সহ মোট ১৭জন আক্রান্ত

নওগাঁয় করোনো ভাইরাসে দুই নার্স ও এ্যাম্বুলেন্স ড্রাইভার সহ মোট ১৭জন আক্রান্ত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দুইজন নার্স ও একজন এ্যাম্বুলেন্স ড্রাইভারসহ এ পর্যন্ত জেলায় মোট ১৭ জন করোনা ভাইরাসে সনাক্ত হয়েছেন। সনাক্তরা হলেন: সাপাহার উপজেলায় ৩জন, মেহেদী (২১), রায়হান (১৭) ও খায়রুল (২৬), রানীনগর উপজেলায় ২ষ্টাফ নার্স ও একজন এ্যাম্বুলেন্স ড্রাইভারসহ ৬ জন, তুহীন রানা (৩০), ষ্টাফ নার্স মোসলিমা (২৮) ও ষ্টাফ নার্স দীপা খাতুন (২২), এ্যাম্বুলেন্স ড্রাইভার কামরুজ্জামান (৩৫), মোস্তাফিজুর রহমান (৩৫) ও রবিউল (২৭)। মহাদেবপুর উপজেলায় ২জন, আশা (২৪) ও সুজিত (২৪), পোরশা উপজেলায় ১জন তোরিকুল (২৫), মান্দা উপজেলায় ২জন, সাব্বির আহমেদ (২২) ও আ: সাত্তার (৪৫) ও আত্রাই উপজেলায় ৩জন, আনোয়ারা বিবি (৬২), সাদিক (১৪) ও সামাদ আলী (৩২)। সনাক্তদের বাড়ী লকডাউন করা হয়েছে ও সতর্কতা আরও জোরদার করা হয়েছে। তাদেরকে এখনও আইসোলুশানে রাখা হয়নি। সব্ইা বাড়ীতেই সুস্থ রয়েছেন। গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর-এ- মুর্শেদ।
তিনি আরও জানান, সনাক্তরা বেশীর ভাগই ঢাকা ও নারায়নগঞ্জ থেকে ফেরত। তারা আসার পর জ্বর দেখা দিলেও করোনায় আক্রান্তের আর তেমন কোন লক্ষণ ছিল না।
জেলায় এ পর্যন্ত নওগাঁ থেকে মোট ৭৮৩ জনের নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছিল। তার মধ্যে ৫১৫ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তারমধ্য থেকে ১৭ জনের করোনা ভাইরাসের ফলাফল পজেটিভ। বাকীরা নেগেটিভ। এখন হোম কোরাইয়েনটেনে আছে ১০৬২ জন এবং প্রাতিষ্ঠানিক কোরাইনটেনে আছে ৩৭ জন। জেলায় সর্বমোট কোয়ারেনটাইনে পাঠানো হয় ৪ হাজার ৫১৭ জনকে। এ পর্যন্ত কোয়ানেটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৪১৮ জন।
জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ জানিয়েছেন নওগাঁ জেলার ১১টি উপজেলায় এ পর্যন্ত ১ হাজার ৭শ ৪১ মেট্রিকটন খাদ্য এবং ৭৯ লক্ষ ৩৫ হাজার নগদ টাকা কর্মহীন পরিবারগুলোর সহায়তায় বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে বুধবার পর্যন্ত ১ লক্ষ ৫৫ হাজার পরিবারের মধ্যে ১ হাজার ৫৫৮ মেট্রিক টন খাদ্য এবং নগদ ৭০ লক্ষ ৭৮ হাজার ৫০০ টাকা বিতরন করা হয়েছে। বর্তমানে জেলা প্রশাসকের তহবিলে ১৮৩ মেট্রিক টন খাদ্য এবং ৮ লক্ষ ৫৬ হাজার ৫০০ টাকা মজুদ রয়েছে।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …