22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় মিথ্যা মামলায় ফাঁসালেন ৪ প্রতিবেশিকে

নওগাঁয় মিথ্যা মামলায় ফাঁসালেন ৪ প্রতিবেশিকে

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় জমি সংক্রান্ত জেরে ৪ প্রতিবেশির বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে নওগাঁ সদরের শিমুলিয়া গ্রামে। স্থানীয়রা জানায়, শিমুলিয়া গ্রামের মনতাসুর রহমান (৫৫) এর সাথে তার শরীকান লতিফুল বারী দুলাল (৩৫) গং দের এক খন্ড জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মনতাসুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা করে যার নং ১৯৯/২০১৯। আদালতে আনিত মামলার প্রেক্ষিতে বিচারক লতিফুল বারী দুলাল গং দের মামলা থেকে অব্যহতি দেয়। সরেজমিনে গিয়ে জানা যায়, নালিশী সম্পত্তি প্রতিপক্ষ গন শিমুলিয়া মৌজায় নিজ নিজ সম্পত্তি ভোগ দখল করছেন। প্রতিপক্ষ মনতাসুর রহমান মামলায় হেরে গিয়ে তার শরিকদের মিথ্যা মামলায় ফাসানোর জন্য নাটক তৈরী করে ভারাটিয়া স্বাক্ষী এনে আদালতে ২৬৩সি/২০২০ মামলা করলে বিজ্ঞ আদালত মামলাটি নওগাঁ সদর মডেল থানার ওসিকে নিয়মিত মামলা হিসাবে গ্রহন করার নির্দেশ দিলে মামলাটি থানায় এজাহার হিসাবে রের্কড হয়। প্রকৃত ঘটনা হলো ঘটনার তারিখ ও সময়ে মামলা করার মতো কোন ঘটনা ঘটেনি। এছাড়া মামলার ভিকটিম মুসফিকা নাজনিন নিশি কোন আহত হয়নি যা হাসপাতালের চিকিৎসার সনদ প্রমান করবে।
মামলার পতিপক্ষ লতিফুল বারী দুলাল জানান, মামলাটি সাজানো ও মিথ্যা। মামলার বাদী আমাকে হয়রানী করার জন্য মিথ্যা ঘটনা দেখিয়ে স্বাক্ষী সংগ্রহ করে আমার বিরুদ্ধে মামলা করেছে। এছাড়া মামলার ১ ও ২ নং আসামী চাকুরী করেন এবং ৩ নং আসামী ঢাকায় লেখা পড়া করেন। ঘটনার সময় তারা কেউ উপস্থিত ছিলেন না।
এ বিষয়ে মামলার বাদী মনতাসুর রহমান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার সাথে কথা বলা সম্ভব হয়নি। মামলার স্বাক্ষী আনছারের সাথে মোবাইল ফোনে কথা বললে সে বলে মামলার ঘটনাটি সত্য নয়।
এছাড়া মামলার অন্যান্য স্বাক্ষী রতন ও কাজল বানুর সাথে ফোনে কথা বললে ঘটনার বিষয়টি সত্য নয় বলে জানান।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ও,সি সোহ্রাওয়ার্দী হোসেন জানান, মামলাটি আদালতের নির্দেশ ক্রমে এজাহার হিসাবে গ্রহন করা হয়েছে। মামলাটি তদন্তানাধীন অবস্থায় আছে। তদন্ত সাপেক্ষে আহনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …