22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় শতাধিক শ্রমিকদের মাঝে প্রধান মন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ

নওগাঁয় শতাধিক শ্রমিকদের মাঝে প্রধান মন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ

নওগাঁঃ নওগাঁয় প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া শতাধিক শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মোঃ নুরুল আমিন। শুক্রবার বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক হারুন অর-রশীদের নির্দেশনায় ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখার মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, করোনার কারণে কোন দিনমজুর, কর্মহীন এবং অসহায় মানুষের ঘরে ভাত থাকবে না, খাবার পাবে না-এরকম হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কর্মহীন হয়ে পড়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছেও বলে জানানো হয়।
এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …