22 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সব পণ্যের দাম সহনীয় পর্যায়ের রাখতে নওগাঁয় ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে জেলা প্রশাসনের মত বিনিময়

নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সব পণ্যের দাম সহনীয় পর্যায়ের রাখতে নওগাঁয় ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে জেলা প্রশাসনের মত বিনিময়


এন বিএন ডেক্সঃ করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সব পণ্যের দাম সহনীয় পর্যায়ের রাখতে নওগাঁয় ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বৃহষ্পতিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হারুন অর রশিদের সভাপতিত্বে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন পাটোয়ারী, জেলা ধান চাল আড়ত সমিতির সাধারন সম্পাদক নিরদ বরন চন্দনসহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির নের্তৃবৃন্দ, বাজার পরিদর্শন কর্মকর্তা, ভোক্তা অধিকার সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারন ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। এসময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাসের কারণে কোন পণ্য অতিরিক্ত কেনার প্রয়োজন নেই। যে কোন অপপ্রচার থেকে সতর্ক থাকতে হবে। এজন্য ভোক্তাকে সচেতন হতে হবে। দেশে চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, রসুন, ছোলা, লবণসহ নিত্য প্রয়োজনীয় পণ্য পর্যাপ্ত মজুত রয়েছে। এজন্য আতঙ্কিত না হয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সব পণ্যের দাম সহনীয় পর্যায়ের রাখতে আহবান জানানো হয়।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …