এন বিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় অভিনব কায়দায় মোটরসাইকেলে লুকানো অবস্থায় ৩২ বোতল ভারতীয় ফেনসিডিল সহ রনি (২০) এবং আসমাউল (২১) নামে দুজনকে আটক করেছে থানা পুলিশ। আটক রনি মান্দা উপজেলার চাক কালিকাপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে এবং আসমাউল চাপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ গ্রামের আবু তালেবের ছেলে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর নামক স্থানে তাদেরকে আটক করা হয়েছে। মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন বলেন, এসআই আশিস কুমার এবং এসআই সুজনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে আটক করা হয়েছে। তারা লাল রঙের এপাছি মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকিয়ে ৩২ বোতল ভারতীয় ফেনসিডিল নিয়ে যাচ্ছিল। তিনি বলেন, ফেন্সিডিল ও মোটর সাইকেল সহ তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মান্দা থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …