22 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর মান্দায় ট্রাক চাপায় নিহত-১ আহত-২

নওগাঁর মান্দায় ট্রাক চাপায় নিহত-১ আহত-২

এন বিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় ইট ভাটার এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছে। এছাড়া আরও দুজন আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে। নিহত আকবর আলী(৫৫) মান্দা উপজেলার বিজয়পুর গ্রামের মৃতঃ দেওয়ান দিলবরের ছেলে। এছাড়া আহত ওয়াহেদ(৫২) একই এলাকার মৃতঃ ছহির উদ্দিনের ছেলে ও শাহিন(২৫) উপজেলার বড়পই গ্রামের আঃ সাত্তারের ছেলে বলে জানা গেছে। তারা তিনজনই একই এলাকার আব্দুস সামাদের ইট ভাটার শ্রমিক হিসাবে কাজ করছিল। স্থানীয়রা ও মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন জানান, ভাটার শ্রমিক আকবর ভ্যানে করে কাঁচা ইট নিয়ে রাস্তা পার হওয়ার সময় রাজশাহী থেকে নওগাঁ গামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়েছে। এঘটনায় অন্য দুই শ্রমিক শাহিন এবং ওয়াহেদ আহত হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …