22 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / কোয়ারেন্টাইন ভঙ্গ করায় ০১ জনের জরিমানা নওগাঁয় করোনা ভাইরাসের আশঙ্কায় ১৩৪ জন হোম কোয়ারেন্টাইনে

কোয়ারেন্টাইন ভঙ্গ করায় ০১ জনের জরিমানা নওগাঁয় করোনা ভাইরাসের আশঙ্কায় ১৩৪ জন হোম কোয়ারেন্টাইনে

এন বিএন ডেক্সঃ নওগাঁয় বিদেশ থেকে আসা ১৩৪ জনকে করোনা ভাইরাসের জীবানু থাকতে পারে এমন আশঙ্কায় নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় (হোম কোয়ারেন্টাইন) তাদের ও তাদের পরিবারের লোকজনকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় ১৩৪ বিদেশ ফেরত ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। যে ১৩৪ জন এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ১৫ জন, রাণীনগরে ২ জন, আত্রাই ১৫ জন, মান্দা ৯ জন, মহাদেবপুরে ১৯ জন, নিয়ামতপুরে ১৫ জন, বদলগাছীতে ১৪ জন, ধামইরহাটে ১০ জন, পত্নীতলা ৬ জন এবং সাপাহার উপজেলায় ২৯জন ব্যক্তি আছেন। উলেøখ্য হোম কোয়ারেন্টাইন অবস্থানরত ২৭ জনকে ইতোমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। হোম কোয়ারেন্টাইন থাকা ব্যক্তিরা সম্প্রতি চীন,ইতালি,ইরাক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদিআরব, ভারত, কুয়েতসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন। বিদেশফেরত এসব ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে। জেলার সাপাহার উপজেলায় সবচেয়ে বেশি ২৯ জন বিদেশ ফেরত ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী বলেন, বিদেশ ফেরত ব্যক্তি ও তাদের পরিবারের আপনজনদের কাউকে নিজ বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না। উপজেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের ওপর নজরদারি রাখছেন। বিদেশ ফেরত ব্যক্তিদের স্বাস্থ্যগত কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে তাঁদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হবে। তাদের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গেলে তৎক্ষনিক তাদেরকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসাসেবা দেওয়া হবে। নওগাঁর সিভিল সার্জন ডাঃ আঃ মঃ আখতারুজ্জামান বলেন, বিদেশ ফেরত ব্যক্তিরা সবাই পুরোপুরি সুস্থ্য আছেন। তাদের শারিরীক কোনো সমস্যা পাওয়া যায়নি। করোনাভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো রোগী পাওয়া গেলে তাদের চিকিৎসার জন্য সব ধরণের প্রস্তুনি নেওয়া হয়েছে। তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য নওগাঁ সদর হাসপাতালের একটি ভবনকে আইসোলেশন ইউনিট করা হয়েছে। এখানে ৮০ জন রোগীকে রাখা যাবে। এছাড়া নওগাঁ সরকারি কেডি স্কুল ক্যাম্পাস এলাকায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তরের একটি ভবনকেও আইসোলেশন ইউনিট করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে ২০ জন রোগী থাকতে পারবেন। তিনি আরও বলেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি করে বেড নিয়ে একটি করে আইসোলেশন ইউনিট করা হয়েছে। নওগাঁয় কোভিড-১৯ রোগে আক্রান্ত ১৩০ জন রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য সক্ষমতা রয়েছে। অপর দিকে নওগাঁর সদরে হোম কোয়ারেন্টাইন ভঙ্গ করায় কাতার ফেরত প্রবাসীকে জরিমানা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। গত বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত থেকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন না মানায় কাতার ফেরত মোজাফফর হোসেন (৩৮) কে ৪৫০০ টাকা নগত জরিমানা করেন। উক্ত মোজাফফর সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বলিরঘাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …