এন বিএন ডেক্সঃ নওগাঁয় মহান মুুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী আব্দুল জলিলের শুক্রবার ৭ম মৃত্যু বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে। নওগাঁ সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ও তার পরিবারবর্গের আয়োজনে আজ শুক্রবার সকাল থেকে মরহুমের গ্রামের বাড়ি নওগাঁ শহরের চকপ্রাণে তার কবরে ফুল দিয়ে শ্রদ্বাঞ্জলি, কোরানখানি, মিলাদ মাহফিল ও তার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, বিদুৎ ও জ্বালানী মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি, রানীনগর আত্রাই আসনের সাংসদ মোঃ ইসরাফিল আলম, মহাদেবপুর বদলগাছী উপজেলা আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁ পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, বিপিএম, সাবেক সংসদ সদস্য নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, মাকেন্টাইল ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা, মোঃ শাহপরান নয়ন, ইসতিয়াক আহমেদ ইমরান সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, মহিলা যুবলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন...
নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …