19 Magh 1431 বঙ্গাব্দ রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / “বাংলাদেশে কোন প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির সুযোগ নেই” …..এমপি ইসরাফিল আলম

“বাংলাদেশে কোন প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির সুযোগ নেই” …..এমপি ইসরাফিল আলম

 

এন বিএন ডেক্সঃ  নওগাঁর উপজেলার রাণীনগর হাউজে ইমামদের নিয়ে সচেতনতামূলক সম্মেলনে নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ ইসরাফিল আলম বলেছেন বাংলাদেশে উস্কানি দিয়ে ধর্মীয় ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির কোন সুযোগ নেই। কারণ বাংলাদেশে বসবাসরত সকল ধর্মের মানুষ একে অপরের ভাই। ধর্মীয় পার্থক্য থাকলেও আমাদের মাঝে রয়েছে আত্মীয়তার বন্ধন। পরম ভ্রাতৃত্বের বন্ধনে আমরা সবাই আবদ্ধ। বর্তমানে ভারতের নয়া-দিল্লিসহ বিভিন্ন প্রদেশে সংঘঠিত ধর্মীয় দাঙ্গা ও সহিংসতাকে ঘিরে যেন উপজেলার কোন স্থানে কোন প্রকারের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় সে বিষয়ে ইমামদের ভ’মিকা অনেক বড়। কারণ ইমামরাই পারেন প্রতি শুক্রবার জুম্মার নামাজসহ ৫ওয়াক্ত নামাজের সময় মুসল্লিদের ধর্মীয় দিক নিদের্শনা মূলক বার্তা পৌছে দিতে। ভারতের দাঙ্গা বিষয়ে বাংলাদেশের মুসলমানদের মধ্যে মিথ্যে উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার জন্য ইমামদের কঠোর সর্তকতা অবলম্বন করতে হবে। তাই উস্কানিমূলক বক্তব্য না দিতে ইমামদের প্রতি অনুরোধ রইলো। এছাড়াও সরকারের পাশাপাশি শান্তি রক্ষার কাজে নিয়োজিত সকল বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। নওগাঁর রাণীনগরে বুধবার দুপুরে উপজেলার রাণীনগর হাউজে ইমামদের নিয়ে সচেতনতামূলক সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় ৭০জন ইমামদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংসদের ব্যক্তি উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল, নির্বাহী কর্মকর্তা আল মামুন, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দিন প্রমুখ। সম্মেলন শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ দেশের সকল শহীদদের রূহের মাগফেরাত ও বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের মঙ্গল কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন...

নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …