23 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধন

নওগাঁয় তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধন

এন বিএন ডেক্সঃ খাদ্য নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার ও ৪১ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে নওগাঁয় তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের মুক্তির মোড়ে প্রধান অতিথি হিসাবে ফেষ্টুন উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। এসময় জেলা প্রশাসক মোঃ হারুন অর-রশীদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ওয়াশীমুল বারী, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খানসহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধন অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় জেলার প্রায় ৫০টি স্কুলের ছাত্র-ছাত্রীরা স্টল দেন।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …