এন বিএন ডেক্সঃ“ভোটার হয়ে ভোট দেব , দেশ গড়ায় অংশ নেবো” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় র্যালী ও আলোচানা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস ২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ৯টায় জেলা নির্বাচন অফিসের আয়োজনে সার্কিট হাউজ থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সদর উপজেলায় অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হারুন অর-রশিদ। এসময় জেলা নির্বাচন অফিসার মাহামুদ হাসানের সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খানসহ প্রমুখ। এসময় র্যালী ও আলোচনা সভায় নির্বাচন অফিসের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন...
নওগাঁয় জেলা সিএস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জেলা সিএস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ …