এন বিএন ডেক্সঃ নওগাঁ শহর ও এর আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ, গাঁজা ও নেশার ট্যাবলেট সহ ৩৩ মাদকসেবীকে আটক করেছে র্যাব ৫ জয়পুরহাট ক্যাম্প। গত শনিবার বিকেল সাড়ে ৩ টা থেকে রাত ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এবং ডানা পার্কের আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় দেশীয় মদ সাড়ে ৫ লিটার, গাঁজা ৫০ গ্রাম, নেশা জাতীয় ট্যাবলেট-১৩ পিস, একটি কলকি, দুইটি দিয়াশলাই বক্স সহ ৩৩ মাদকসেবীদের মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়। আটককৃতদের বয়স ১৮-৫০ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …