19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / নওগাঁয় বাকাসাসের পুর্ন দিবস কর্মবিরতি পালন

নওগাঁয় বাকাসাসের পুর্ন দিবস কর্মবিরতি পালন

এন বিএন ডেক্সঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নওগাঁয় সরকারী দপ্তরে কর্মরত কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতি করনের দাবীতে পুর্ন দিবস মত কর্মবিরতী পালন করেছে বাংলাদেশ কালেকটরেট সহকারী সমিতির জেলা শাখা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মবিরতি পালন করে। কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, সমিতির সভাপতি ইয়াছিন আলী, সহ-সভাপতি রেজানুর রহমান ও ফরিদ উদ্দীন, সাধারন সম্পাদক সুবল চন্দ্র, সদস্য ইয়াছিন আলী, মকবুল হোসেন প্রমুখ নেতৃবৃন্দরা। এসময় বক্তরা বলেন, মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভৃমি) কার্যালয়ের কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবী ও বেতন গ্রেড উন্নতি করণের দাবী জানান। এছাড়াও তাদের এই যৌক্তিক দাবী মানা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসুচী ঘোষনা করবেন বলে জানান তারা। কর্মবিরতি চলাকালে সেবা নিতে আসা মানুরষরা চরম বিপাকে পড়তে দেখা গেছে।

আরও পড়ুন...

মোহাম্মদ আবদুল করিম পলাশ এর জানাজা ও দাফন সম্পন্ন

আরটিভি’র সংবাদ প্রযোজক মুহম্মদ আবদুল কাইয়ূম পাভেল এর বড় ভাই মোহাম্মদ আবদুল করিম পলাশ আর …