এন বিএন ডেক্সঃ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নওগাঁয় জেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মেধাবী খেলোয়ারদের খুঁজে বের করে আনা ও শিক্ষার্থীদের খেলার প্রতি আগ্রহী করাই টুর্নামেন্টের মূল লক্ষ্য। সোমবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: হারুন-অর-রশীদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক লিমিটেড নওগাঁ শাখার ব্যবস্থাপক শাহ মো: আবু সালেহ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন ইদু, জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহণ করছে। উদ্ধোধনী খেলায় অংশ গ্রহন করে, সীমান্ত পাবলিক উচ্চ বিদ্যালয় বনাম পার-নওগাঁ উচ্চ বিদ্যালয়। এরিপোর্ট লেখা পর্যন্ত খেলা চলছিল। টুর্নামেন্টের স্পনসর্ডের দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। আগামী ১০মার্চ টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …