28 Boishakh 1431 বঙ্গাব্দ শনিবার ১১ মে ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদনে আনন্দ মিছিল

নওগাঁয় বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদনে আনন্দ মিছিল

এন বিএন ডেক্সঃ নওগাঁয় একটি পূর্নাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে বলা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলম ১৭ ফেব্রæয়ারী ২০২০ তারিখে স্বাক্ষরিত এক পত্রে শিক্ষা মন্ত্রনালয়, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১, খাদ্যমন্ত্রীর একান্ত সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালক-২ এর ব্যাক্তিগত কর্মকর্তার কাছে অনুলিপি প্রদান করেছেন। প্রজ্ঞাপনের সূত্রে ২ ফেব্রæয়ারী ২০২০ তারিখের একটি আধা সরকারী পত্রের কথা উল্লেখ্য করা হয়। ওই পত্রের প্রেক্ষিতে নওগাঁয় একটি পূর্নাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন বলে উল্লেখ্য করা হয়েছে। এদিকে প্রস্তাব অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর গত বুধবার সন্ধ্যায় আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী ও সাধারন সম্পাদক আমানুজ্জামান সিউলের নেতৃত্বে এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাস মজুমদার গোপাল,মোঃ শাহ পরান নয়ন,ইশতিয়াক আহম্মেদ ইমরান সহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাড়াও আনন্দ মিছিলে সর্বস্তরের মানুষ অংশ নেয়।

আরও পড়ুন...

নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্ততিকালে ৪ডাকাত আটক

এনবিএন ডেক্সঃ নওগাঁর পোরশায় রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। আটককৃত ডাকাতরা …