26 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় প্রতিবন্ধীদের সাথে যুগান্তরের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নওগাঁয় প্রতিবন্ধীদের সাথে যুগান্তরের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


এন বিএন ডেক্সঃ ‘একুশ মানে এগিয়ে চলা’ শ্লোগানে নওগাঁয় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ‘দৈনিক যুগান্তর’ প্রত্রিকার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যতিক্রম ভাবে পালন করা হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে শনিবার দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের দয়ালের মোড়ে ‘আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড: তোফাজ্জল হোসেন। এসময় প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাছিমুল হক বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুন নবী বেলাল, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা মোছা: জুবাইদা খাতুন ও শিক্ষক আব্দুর রাজ্জাক, যুগান্তরের জেলা প্রতিনিধি আব্বাস আলী প্রমূখ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুধিজনরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ে ব্যতিক্রম আয়োজনে শিক্ষার্থীরা ছিল আনন্দে উচ্ছুসিত। এমন আয়োজন করায় বিদ্যালয়ের প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যুগান্তরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে যুগান্তরের দীর্ঘ পথ চলা ও স্বল্প সময়ে পাঠকের মনে জায়গা করে নেয়া সহ সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়। পরে কেক কাটা এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …