22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় ডিবির অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক

নওগাঁয় ডিবির অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক

এন বিএন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুরে অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইনসহ মোঃ জাকির হোসেন জুয়েল (৩০) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। গত মঙ্গলবার দিবাগত রাত ৯ টায় নিজ বসত বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাকির হোসেন জুয়েল জেলার মহাদেবপুর উপজেলার লিচু বাগান পূর্বপাড়া গ্রামের মোঃ আশরাফুর ইসলামের ছেলে। নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের এসআই মিজানুর রহমান বলেন, আটককৃত জাকির হোসেন দির্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান মিয়া (বিপিএম) এর দিক নির্দেশনায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ লিচু বাগান পূর্বপাড়া নিজ বসতবাড়ী থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এ ঘটনায়  বুধবার দুপুরে নওগাঁ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ রকিবুল আক্তার সাংবাদিকদের এক প্রেস বিফিং প্রদান করেন। এসময় অন্যান্য পুলিশ কর্মকতা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …